Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবা হলেন হাসান আলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

কন্যাসন্তানের বাবা হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি। গত মঙ্গলবার এক টুইট বার্তায় নতুন অতিথি আসার খবর নিজেই জানিয়েছেন এই পাকিস্তানি পেসার। একইসঙ্গে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হাসান আলি।
সুখবর দিয়ে টুইটারে হাসান আলি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগত। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’
সুখবর দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন হাসান আলি। তার সতীর্থ বর্তমান দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি কমেন্টে লিখেছেন, ‘মাশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা।’
আরেক সতীর্থ আহমেদ শেহজাদ লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার এবং ভাবির জন্য অনেক শুভকামনা। ছোট্ট রাজকন্যা ও ভাবির জন্য দোয়াও রইল।’ শাদাব খান লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।’
এ ছাড়া পাকিস্তানের নারী দলের ক্রিকেটারেরাও শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৯ সালের আগস্টে ভারতের সামিয়া আর্জুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। চলতি বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান এই দম্পতি। এবার জানালেন নতুন অতিথি আসার খবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবা হলেন হাসান আলি

৮ এপ্রিল, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ