নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপের বাজে সময়কে পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন হাসান আলি। ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন তিনিই। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। তবে ওই ম্যাচে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন হাসান। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে পাকিস্তানের ডানহাতি এই পেসারকে।
ম্যাচে নিজের তৃতীয় ওভারে ওই কাণ্ড ঘটান হাসান। ইনিংসের সপ্তদশ ওভার করতে এসে তিনি কট বিহাইন্ড করে ফেরান নুরুল হাসান সোহানকে। এরপর হাতের ইশারায় বাংলাদেশ কিপার-ব্যাটসম্যানকে মাঠ ছাড়তে বলেন তিনি। এর জন্যই পেলেন শাস্তি। তিরস্কারের সঙ্গে হাসানের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে যা তার প্রথম। ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে নিজের ভুল স্বীকার করে নেন হাসান। তাতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।