নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ২৮তম জাতীয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় সেরার খেতাব জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। আসরে তারা ২৪ স্বর্ণ, ১৬ রৌপ্য ও ১০টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়। সেনাবাহিনী ১৪ সোনা, ১৯ রুপা ও ১৪টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়। আর বিকেএসপি দু’টি স্বর্ণ, পাঁচ রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ জিতে তৃতীয়স্থান পায়।
এবারের জাতীয় সাঁতারে ব্যাক্তিগত পদক তালিকায় পুরুষদের চেয়ে এগিয়ে মেয়েরাই। মহিলা বিভাগে সেনাবাহিনীর রোমানা আক্তার পাঁচ ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে পাঁচটি স্বর্ণ ও একটি রূপা জিতে সেরা হন। নৌবাহিনীর নাজমা খাতুন ছয়টি স্বর্ণের মধ্যে চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েন। সেনাবাহিনীর আরেক সাঁতারু নাঈমা আক্তার স্বর্ণ জেতা তিনটি ইভেন্টের সবক’টিতেই রেকর্ড গড়েন। তিনি দুটি রূপা ও একটি ব্রোঞ্জপদকও জিতেছেন। পুরুষদের মধ্যে সেনাবাহিনীর জুয়েল আহমেদ একটি রেকর্ড গড়ে চারটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জেতেন। মাহফিজুর রহমান সাগর দু’টি নতুন জাতীয় রেকর্ডের সঙ্গে তিনটি স্বর্ণপদক ও একটি রূপা জেতেন।
এদিকে জাতীয় সাঁতারের শেষ দিনে আরও নয়টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন ১০ মিনিট ৩৯.০৭ সেকেন্ডে, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর রোমানা আক্তার দু’মিনিট ৫১.৯০ সেকেন্ডে, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সেনাবাহিনীর নাঈমা আক্তার ৩৩.৭৪ সেকেন্ডে, পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩.৯৮ সেকেন্ডে, মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন ২৯.১১ সেকেন্ডে, মহিলাদের ২০০ মিটার বাটার ফ্লােিয় সেনাবাহিনীর রোমানা আক্তার দু’মিনিট ৪১.০৩ সেকেন্ডে, পুরুষদের চার গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে নৌবাহিনী চার মিনিট ৩.০৫ সেকেন্ডে এবং মহিলাদের এই ইভেন্টে নৌবাহিনী চার মিনিট ৫৪.২০ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।