Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১-মা’ ছেলেসহ আহত ১২

সীতাকু-( চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ৫:২৪ পিএম

চট্টগ্রাম সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও মা’ ছেলেসহ অন্তত ১২জন আহত হয়েছে।নিহত সিএনজি অটো রিক্সা চালক কোরবান আলী(৪০) পৌরসভাধীন এলাকার ২নং ওয়ার্ডের ইয়াকুবনগর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে নুনাছরা বটতল ও কুমিরা এলাকায় এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।এ পৃথক ঘটনায় আহতরা হলেন মিরসরাই উপজেলার ছোট কমলদহের খতিজা আক্তার (৩০) ও তার শিশু সন্তান সাফিক(৫),সীতাকু- পন্থিছিলা এলাকার রোশনী (২০),সীতাকু- সোবহানবাগ এলাকার মোঃ সিদ্দিকুর রহমান(৬০) পন্থিছিলার ফেরদৌসী আক্তার (৪০) একই এলাকার নুরুল ইসলাম (৩২),কুমিরার মোঃ মাসুদ (২১), মগপুকুরের রেজাউল করিম (২১),কুমিল্লা জেলার সবুজ (১৭),সন্দ্বীপের দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার আবু তাহের (৬০)। ঘটনাটির কারণ জানা গেছে নুনাছরা বটতল এলাকায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাসের সাথে সিএনজি অটো রিক্সার সংঘর্ষ ঘটে।এতে সিএনজি অটো রিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হয় ও আরো ৫ যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর জনতা চরম ক্ষিপ্ত হয়ে পৌরসভাস্থ এলাকার মহাসড়কে অবস্থান করেন। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হলে পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ উত্তেজিত জনতাকে শান্ত থাকার জন্য বললে পরিস্থিতি তখন নিয়ন্ত্রনে আসে। এর পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। ক্ষিপ্ত জনতার অভিযোগ যেসব গাড়ি মাসোহারা দেয় তারা শুধু মহাসড়ক দিয়ে অবাদে চলাচল করতে পারছে। অপরদিকে ঠিক একই সময়ে কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেট এলাকায় একই মুখী দুটি যাত্রীবাহি লোকাল বাসের সাথে সংঘর্ষের ঘটনায় উভয় বাসের ৬ যাত্রী জন আহত হয়। এদিন বেলা আনুমানিক পোনে ১১টার দিকে সীতাকু- থেকে ঢাকা মুখী লেনে একটি সিএনজি অটোরিক্সা যাবার সময় পৌরসভাধীন নুনাছরা বটতল এলাকায় হাইওয়ে পুলিশ একটি দল গাড়িটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু মহাসড়কে সিএনজি অবৈধ হওয়ায় পুলিশ মামলা দিতে পারে এ ভয়ে সিএনজি অটো রিক্সা চালক তাৎক্ষনিক তার গাড়িটি মহাসড়কেই উল্টো ঘুরিয়ে সীতাকু- অভিমুখে পালানোর চেষ্টাকালে এসময় ঢাকা মুখী একটি দ্রুতগামী বাস দাউদকান্দি এক্সপ্রেসের সাথে সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটো রিক্সা চালক মোঃ কোরবান আলী ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজিতে থাকা অপর ৫ যাত্রী গুরুতর আহত হন। অপর দিকে প্রায় একই সময়ে সোনাইছড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় দুটি লোকাল বাসের সংঘর্ষ হলে আরো ৬ যাত্রী আহত হন। সীতাকু- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান,কুমিরা ও নুনাছরা বটতল এলাকায় এ দুটি সড়ক দুর্ঘটনায় মোট ১২ জনকে সীতাকু- হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা কোরবান আলী নামক একজনকে মৃত ঘোষণা করে। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আহত ১০ জনই আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে সীতাকু- সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, ঢাকা অভিমুখী একটি সিএনজি অটো রিক্সা মহাসড়ক দিয়ে যাবার পথে এসময় হাইওয়ে পুলিশ থামার জন্য সংকেত দেন। এসময় টেক্সিটির চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টাকালে একই মুখী একটি বাসের সাথে ধাক্কা লেগে এতে সিএনজি অটো রিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ