Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক অবরোধ করে সিলেট ওসমানীর ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ৫:০২ পিএম

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের দুই ছাত্রের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। আজ বুধবার (৩ আগস্ট) দুপুর ১টা থেকে এমএজি ওসমানী হাসপতালের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যস্ততম রিকাবীবাজার-মেডিকেল সড়ক পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যে। তবে রোগী বহনকারী গাড়ি ও স্বজনদের যাওয়া আসা করতে দেয়া হচ্ছে। বাকি সব গাড়ি আটকে দিচ্ছে আন্দোলনকারীরা।

জানা যায়, এক নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানী ও মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গতকাল এসএমপির কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করেছেন হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ। সোমবার রাতে আটক দুজনকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সোমবার রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাতেই কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন এই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তবে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার ভোর রাত ৩টায় পরদিন দুপুর ২টা পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। নির্ধারিত সময়সীমা শেষে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় কলেজের মিলনায়তনে কলেজ ও হাসপাতাল প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। কিন্তু কোনো সমঝোতা না হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ