Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই বাস চালক ও হেলপার গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৭:২৮ পিএম

রাজধানীর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের নিহতের ঘটনায় বাস চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বাসের চালক তুষার ও হেলপার মো. মিলন সিকদার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে কিরনমালা বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।
শাহআলী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ৩১ জুলাই দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কিরনমালা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক আল আমিনসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের আহম্মেদ সিয়াম মারা গেছেন। পরবর্তীতে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিলন গাজী ও রবিউল ইসলাম রুবেলের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিম মিলন গাজীর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি মামলা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ