Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে লরির ধাক্কায় কলেজছাত্রীর নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১০:৪২ এএম

মীরসরাইয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে লরির ধাক্কায় নিহত হয়েছেন পলি রানী দেবী (১৮) নামে এক কলেজছাত্রী। মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে নিজামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
নিহত পলি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী। তিনি মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সূর্য মোহন দেব নাথের মেয়ে।

এ ঘটনায় পুলিশ লরিসহ চালক মোঃ শাহ জাহান (৪৯) ও চালকের সহকারী মো. লিমনকে আটক করেছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় কলেজছাত্রী পলি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং লরির চালক ও সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ