প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাকে প্রাণ ফ্রুটিক্সের (জুস) বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। এব্যাপারে তিনি প্রাণ-এর সাথে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ ফ্রুটিক্সের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার এসকে ওয়ারেসুল হাবিব, হেড অব মার্কেটিং অরুণাংশু ঘোষ ও ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক। ওয়ারেসুল হাবিব বলেন, ফ্রুটিক্স প্রাণের একটি নতুন ব্র্যান্ড। আগামীতে এটি বাংলাদেশের একটি সেলিব্রেটি ব্র্যান্ড হবে। সেই প্রত্যাশায় এ দেশের অন্যতম একজন সেলিব্রেটি মিমকে পণ্যটির সঙ্গে যুক্ত করা হয়েছে। ফ্রুটিক্সের বিজ্ঞাপনে এককভাবে মডেল হিসেবে দেখা যাবে মিমকে। তিনি বলেন, ভিন্ন এক ভাবনা নিয়ে বিজ্ঞাপন চিত্রটি নির্মিত হবে। স্ক্রিপ্টটা চমৎকার লেগেছে। দর্শকেরা এখানে আমাকে আবার নতুনভাবে দেখবেন। শিগগিরই বিজ্ঞাপনটির নির্মাণ শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।