প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তারকা জুটি ওমরসানী ও মৌসুমী নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। রানী গুড়া মসলার বিজ্ঞাপনে তারা দু’জন একসঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন। সম্প্রতি বিজ্ঞাপনটির শূটিং শেষ হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কিসলু। ওমরসানী বলেন, আমি কাজটি করে সন্তুষ্ট। বেশি ভালো লেগেছে বিজ্ঞাপনে আমার সহশিল্পী আমারই সহধর্মিনী মৌসুমী। যে কারণে শূটিং চলাকালীন মনে হয়নি আমি কাজের জন্য চাপে আছি।’ মৌসুমী বলেন, ‘এর আগে কিসলুর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছি। তার কাজের ধরনটা আমার ভালো লেগেছে। নির্মাতা হিসেবে কিসলু বেশ ভালো একজন নির্মাতা। তার এবারের বিজ্ঞাপনের স্ক্রিপ্ট’এ বেশ নতুনত্ব ছিলো। সহশিল্পী হিসেবে সানী ছিলো বলে সময়টাও খুব চমৎকার কেটেছে। সবমিলিয়ে কাজটি ভালো হয়েছে। আশাকরি দর্শকেরও ভালো লাগবে।’ মিডিয়া বাইং হাউজ ‘প্রিয়ন্তী’র সিইও মনোয়ার পাঠান জানান, তারই তত্তাবধানে আগামী ঈদের পর থেকে দেশের প্রায় সবগুলো চ্যানেলে বিরাট পরিসরে ‘রানী গুড়া মসলা’র বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে। এদিকে এবারের ঈদের জন্য ওমরসানী মৌসুমী কোন নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করেননি। ঈদের পর মুক্তি পাবে মৌসুমী অভিনীত পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি। এবারের ঈদে চ্যানেল নাইন, এশিয়ান টিভি ও একুশে টিভিতে একসঙ্গে ওমরসানী মৌসুমীকে তিনটি ভিন্ন অনুষ্ঠানে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।