Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হৃদয়গ্রাহী বিজ্ঞাপনে ক্রিকেটার তাসকিন ও অভিনেত্রী সাবিলা নূর

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ১২:০৬ এএম

ক্রিকেটার তাসকিন আহমেদ এবং মডেল-অভিনেত্রী সাবিলা নূর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’র মডেল হয়েছেন তারা। বিজ্ঞাপনের গল্পে উঠে এসেছে বিদেশফেরতা এক তরুণীর কথা। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বিদেশী বন্ধুকে নিয়ে দেশে ফিরে আসে একটি মেয়ে। বাড়িতে পা দেয়া মাত্রই বিদেশী সেই বন্ধুটি একে একে অভিজ্ঞতা লাভ করতে থাকে ঈদ আনন্দের নানা অনুষঙ্গ। প্রতিমুহুর্তে বন্ধুর এই চমকে যাওয়া অভিব্যক্তি লক্ষ্য করেই মেয়েটি প্রতিটি মুহুর্ত ধারণ করে নেয় তার অপো ক্যামেরায়। বিজ্ঞাপনচিত্রে উঠে এসেছে নানা পার্বন আর উৎসবের পরিবারের সদস্যদের একত্রিত হয়ে সেই আনন্দ উদযাপনের সময়টি নিখুঁত ভাবে ফ্রেমবন্দী করে রাখতে একটা নিখুঁত ক্যামেরা হাতে থাকা কতোটা জরুরী। অপো বাংলাদেশের পাবলিক রিলেশন্স ম্যানেজার ইফতেখার সানি বলেন, ‘তাসকিন আহমেদ ও সাবিলা নূর এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ঈদ আমাদের সামাজিক জীবনের জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ। প্রিয়জনদের সাথে স্মৃতি ধরে রাখার জন্যে দারুণ একটি উপলক্ষ এই আনন্দমুখর উৎসব। সব প্রিয়জনদের একসাথে হওয়ার এ উৎসবের ভালোবাসার ও আবেগের অমূল্য স্মৃতি ধরে রাখার বিষয়টি ক্রেতাদের মনে করিয়ে দিতেই আমরা বেছে নিয়েছি এমন একটি গল্প।’ ঈদ উপলক্ষে ‘অপো’র নবনির্মিত এ বিজ্ঞাপনটিতে কাজ করতে পেরে ক্রিকেট তারকা তাসকিন ও অভিনেত্রী সাবিলা দু’জনেই বেশ উচ্ছ¡সিত। ‘অপো সবসময়ই চায় হাসি ছড়িয়ে যাক সকলের মাঝে, এই বিজ্ঞাপনটিতেও উঠে এসেছে একই বক্তব্য’, বলছিলেন তাসকিন আহমেদ। এর সাথে সাবিলা যোগ করে বলেন, ‘বন্ধুত্বের বন্ধন আর যে মুহূর্তগুলোর জন্যে আমাদের বেঁচে থাকা, এ বিষয়গুলোই উঠে এসেছে দারুণ এ বিজ্ঞাপনটিতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপনে ক্রিকেটার তাসকিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ