Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচেতনতামূলক বিজ্ঞাপনে পূর্ণিমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চিত্রনায়িকা পূর্ণিমা ইউনিসেফ বাংলাদেশের সচেতনতামূলক বিজ্ঞাপন ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’-এর মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ আপন আহসান। প্রথমবারের মতো সচতেনতামূলক যুক্ত হলেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই প্রি-ম্যাচিউরড বেবি জন্ম নেয়। যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা যথাযথভাবে এমন প্রি-ম্যাচিউরড বেবির চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব কার্যকর হবে বলেই আমি মনে করি। একজন মা হিসেবে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমি কাজটি করেছি। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। এদিকে পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় গাঙচিল সিনেমার কাজ শুরু করেছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সচেতনতামূলক বিজ্ঞাপনে পূর্ণিমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ