বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সাপ্লাই দিয়ে আসছে হাবিবুল্লাহ নামের এক রোহিঙ্গা। কক্স্রবাজার হতে সংগ্রহ করে রাজশাহীর পুঠিয়াসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এ দ্রব্য। রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে র্যাব-৫ আটক করলে তারা এসব কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আরেকজন হলো পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (৩১) অপরজন
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। ওই সংবাদের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ২জন ব্যাক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।
র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের করে। আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র্যাব জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।