Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এবার হিরো আলমের বিরুদ্ধে বগুড়ায় জিডি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১০:৫২ এএম | আপডেট : ১০:৫৩ এএম, ১ আগস্ট, ২০২২

নেটদুনিয়ায় আলোচিত-সমালোচিত হিরো আলমের বিরুদ্ধে এবার বগুড়ার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় এক সাংবাদিক। আলোচিত-সমালোচিত ওই অভিনেতা হিরো আলম নামে পরিচিতি পেলেও তার নাম আশরাফুল আলম সাঈদ। শনিবার রাতে তার বিরুদ্ধে জিডি করেন এমদাদুল হক নামের ওই সাংবাদিক। রোববার রাতে হিরো আলমের বিরুদ্ধে জিডির বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন।

জানা গেছে, গত ২৭ জুলাই দৈনিক আলোর পথ নিউজ পোর্টালে ‘হিরো আলমকে শেষ বার সতর্ক করলেন নুসরাত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটির প্রতিবেদক এমদাদুল হক। ওই সংবাদ প্রকাশের পর একই দিন বিকেলে হিরো আলম সাংবাদিক এমদাদুল হককে মুঠোফোন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে প্রতিবেদনটি নিউজ পোর্টাল থেকে উঠিয়ে নিতে বলেন। এ সময় হিরো আলম সাংবাদিক এমদাদুলকে হুমকিও দেন। প্রকাশিত প্রতিবেদনটি ডিলিট না করলে এমদাদুলের সমস্যা সৃষ্টি করা হবে বলে তাকে হুমকি দেন হিরো আলম।

সাংবাদিক এমদাদুল হক বলেন, ‘হিরো আলমকে শেষ বার সতর্ক করলেন নুসরাত’ এই সংবাদ প্রকাশের পর তার সঙ্গে দুর্ব্যবহার করেন হিরো আলম। তাকে বিভিন্ন ধরণের হুমকি দেওয়াসহ প্রতিবেদনটি ডিলিট করতে বলা হয়। একারণে থানায় জিডি করেছেন তিনি।

তিনি আরো জানান, ‘হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত জাহান সাথী অভিযোগ তুলেন যে, ডিভোর্স দেওয়ার পরও তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন হিরো আলম। এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করার পরই আমার ওপর ক্ষিপ্ত হন হিরো আলম।’

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, হিরো আলমের বিরুদ্ধে করা জিডি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।

উল্লেখ্য, এমদাদুল হক দৈনিক সময়ের কাগজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও দৈনিক আলোর পথ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক। তিনি নন্দীগ্রামের বিজরুল গ্রামের বাসিন্দা। হিরো আলম বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকার বাসিন্দা।



 

Show all comments
  • Nur Amin Suza ২ আগস্ট, ২০২২, ১০:২৩ পিএম says : 0
    সাংবাদিক কি হিরো আলমের বউএর দালালি করছে নাকি হিরোর বউকে পটাইছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিরো আলম

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ