Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফটি তুলে ফিরলেন লিটন, বিজয়ও

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৭:৫৮ পিএম

 

আগের ম্যাচের মতো এবারও ব্যর্থ মুনিম শাহরিয়ার। আনামুল হক বিজয়কে নিয়ে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠেছিলেন লিটন দাস। তুলে নিয়েছিলেন নিজের তৃতীয় ফিফটি। এই জুটিতেই জয়ের আভাস দেখছিল বাংলাদেশও।

তবে এর পর আর খুব বেশিদূর আগাতে পারেনি তারা। শন উইলিয়ামসের বলে ফিরে গেলেন এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩৩ বলে ৬টি চার ও জোড়া ছক্কায় লিটন থামেন ৫৬ বলে।

বাঁহাতি এই স্পিনারের বলে ফুল লেংথ ডেলিভারিতে সুইপ করার চেষ্টা করেন লিটন। ব‍্যাটে খেলতে পারেননি তিনি। বল হয়তো লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেতে পারতো। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দেওয়ায় ভীষণ হতাশ দেখায় ব‍্যাটসম‍্যানকে।

এনামুল হকের সঙ্গে ২৭ বলে ৪১ রানের জুটি গড়েন লিটন। তার পিছুপিছু বিজয়ও ফেরেন ১৬ রানে।

১৩ ওভার শেষে বাংলোদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৬। সমান ১০ রান করে নিয়ে দলকে জয়ে দিকে নিয়ে ছুটছেন আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন শান্ত।

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এর আগে ৮ উইকেটে ১৩৫ রান তোলে জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশের চাই আর মাত্র ৩৯ রান। হাতে আছে ৭ উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ক্রিকেট

১০ সেপ্টেম্বর, ২০২১
১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ