Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ কেরাণীগঞ্জে মাদক আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৪:২২ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে মেথামফেটামিন সংযুক্ত বিশেষ মাদক ক্রিস্টাল মেথ (আইস)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ মহসীন আলী(৩৮) ওরফে তপন আলী। র‍্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল শনিবার গভীর রাতে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে প্রায় ১৯ গ্রাম মেথামফেটামিন সংযুক্ত বিশেষ মাদক ক্রিস্টাল মেথ( আইস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯,৩৭,৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কেরানীগঞ্জ ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় এধরনের মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ