বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন পিকআপের চালক ও অপরজন হেলপার। শুক্রবার উপজেলার কেওচিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করে পুলিশ।
গ্রেফতার দুই জন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে পিকআপ চালক ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনজুর হোসেনের ছেলে জাহিদ আলম (২০)।
পুলিশ জানায়, বেসরকারি একটি এনজিও কর্মকর্তার আসবাবপত্র পরিবহনের আড়ালে গাড়ির মালিকের সহযোগিতায় তারা ক্রিস্টাল মেথ পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।