Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাল টাকা ও মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনায় ৬১টি একশ’ টাকার জাল নোট, ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (সোমবার) পৃথক পৃথক সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা রূপসা উপজেলার যৌথ অভিযান চালিয়ে এদের আটক করে। এঘটনায় রূপসা থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে রূপসা উপজেলার রামনগর গ্রামে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় মোঃ বেলাল শেখের ছেলে মাদক বিক্রেতা মোঃ হালিম শেখকে (৩৩) ৮২পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। একই সময় ৬১টি একশ’ টাকার জাল নোটসহ তার মা হালিমা বেগমকেও (৫০) আটক করা হয়। অপরদিকে, একই উপজেলার জাবুসা এলাকায় অভিযান চালিয়ে মিহির শিকদার (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তিনি ওই এলাকার বিমল শিকদারের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল টাকা ও মাদকসহ গ্রেফতার ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ