Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে আকষ্মিক ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ধর্মঘট

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৭:৫৯ পিএম

চাঁদাবাজীর অভিযোগে দুই শ্রমিককে আটকের প্রতিবাদে ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা কোন ঘোষনা ছাড়াই দিনাজপুরে ধর্মঘট শুরু করেছে। শনিবার সন্ধায় শহরের প্রবেশ মুখগুলিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বাস, ইজিবাইকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, কাহারোলের গরু হাটে শ্রমিক ইউনিয়নের নামে নছিমন ভটভটির কাছ থেকে চাদা আদায় করছিল দুই ব্যক্তি। তারা প্রকৃতঅর্থে শ্রমিক ইউনিয়নের নামে টাকা নিচ্ছিল কিনা তা যাচাইয়ের জন্য দুই যুবককে থানায় নিয়ে আসা হয়। এরই প্রতিবাদে ঘোষনা ছাড়াই এই ধর্মঘটের ডাক দেয়া হয়। এ রিপোট লেখা পর্যন্ত শ্রমিকরা শহরের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ