Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোডশেডিং কমানো সম্ভব

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

দেশের সর্বত্র এখন আতংকের নাম লোডশেডিং। এ বিষয়ে অনেক লেখালেখিও হচ্ছে। লোডশেডিং হওয়ার পিছনে অনেক কারণ উল্লেখ করছেন অবিজ্ঞরা। অনেক কারণের মধ্য থেকে একটি হলো ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা, ভ্যান। এই বাহনগুলোর কারণে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হচ্ছে। অনেক শহর আছে যেখানে ৫০০ প্লাস ব্যাটারি চালিত বাহন চলছে, অথচ ওই শহরে ১০০ বাহন হলেই যথেষ্ট। বাকি ৪০০ বাহন নিয়মিত বিদ্যুৎ অপচয় করছে। এখানে একটি বিষয় লক্ষণীয় হলো, যদি অতিরিক্ত ৪০০ বাহন বন্ধ করে দেওয়া হয় তাহলে এদের ইনকাম সোর্স কী হবে? এ বিষয়টি নিয়ে খুব কম মানুষই ভাবে। কিন্তু তাদের উপযোগী অন্য কোনো কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে দেশের প্রত্যেকটা মেয়রের চিন্তাধারা যদি এরকম হয় এবং সেই চিন্তা বাস্তবায়ন করা হয় তাহলে অচিরেই লোডশেডিং কমে যাওয়ার পাশাপাশি বেকারত্বও দূর হবে।

আব্দুল হামীদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোডশেডিং কমানো সম্ভব

আরও পড়ুন