বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুই শত টাকা চুরির অভিযোগে নাতিকে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করায় নানাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা উপজেলার পানির ট্যাঙ্কি এলাকায়। স্বামী আরেকটা বিয়ে করায় মা রুবিনা আক্তার তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে তানজিনকে নানার বাড়িতে রেখে চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করছিলেন। এ সুযোগে নানার পকেট থেকে ২০০ টাকা চুরির অভিযোগে নাতি তানজিনকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেন নানা আব্দুল মালেক।
প্রকাশ্যে বেধড়ক পেটানোর পর বাঁশের কঞ্চি দিয়ে নাতির গলা চেপে ধরেন নানা। ঘটনা এখানেই শেষ নয়। শেষপর্যন্ত নাতিকে পেটাতে পেটাতে বাড়িতে নিয়ে যান নানা। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এমনই ঘটনা ঘটেছে বান্দরবানের লামা উপজেলার পানির ট্যাঙ্কি এলাকায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওইদিন রাত সাড়ে ১১টায় অভিযুক্ত নানা আব্দুল মালেককে আটক করে পুলিশ। অন্যদিকে আহত নাতি তানজিনকে লামা থানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।