Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 শহীদ বুদ্ধিজীবী দিবসে মহান স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত চট্টগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নানা কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনার ও বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সরকারি দল আওয়ামী লীগ, মাঠের বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনও দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় নগরীর পাহাড়তলীস্থ বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মরণে পুস্পস্তবক অর্পণ করবেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মহানগর বিএনপির উদ্যোগে ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পস্তক অর্পণ ও নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বেলা ১১টায় পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ