Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিফেন্সে ফরাসিদের জয়জয়কার

নাভিদ হাসান | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ইংল্যান্ড, জার্মানী, পর্তুগাল, ও ফ্রান্সের ঘোরায়া লিগ শুরু হয়ে যাচ্ছে আগস্টের ৬ তারিখ থেকেই। ইতালির সিরি ‘আ’ ও স্পেনের লা লিগার ম্যাচও মাঠে গড়াবে ১৩ আগস্ট হতে। বড় ক্লাব গুলোর ঘর গোছানোর যে ব্যস্ততা থাকে স্বাভাবিকভাবেই তা ধীরে ধীরে কমে আসছে। কারণ ইতিমধ্যেই আক্রমণ ভাগ ও মাঝ মাঠের ধার শানিত করে নিয়েছে ইউরোপের বেশিরভাগ উল্লেখযোগ্য ক্লাব গুলো। শেষ কিছুদিন ধরে সকলের যেন একসাথে নজর পড়ল রক্ষনভাগে। গত সপ্তাহে বেশ কজন উল্লেখযোগ্য ডিফেন্ডার তাদের দল বদলেছেন এবং আরও বিখ্যাত কিছু নাম আছে এই তালিকায় যুক্ত হবার অপেক্ষায়। তবে দল বদলের দিকে লক্ষ্য করলে মনে হচ্ছে রক্ষনের বাজারটা পুরাই ফ্রেঞ্চ ডিফেন্ডারদের দখলে।
ম্যাথুস ডি-লিটকে ২০১৯ সালের জুনে অনেক বড় পরিকল্পনা নিয়ে দলে টেনেছিল জুভেন্টাস। কিন্তু ৩ মৌসুম যেতে না যেতেই অনেক কিছু বদলে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ দ‚রে থাক ঘরোয়া লিগে ব্যর্থ হতে থাকা তুরিনের বুড়িরা তাই বিলাসী চিন্তা বাদ দিয়ে ভিন্ন আঙ্গিকে গোছাচ্ছে দল। বায়ার্ন মিউনিক থেকে আসা ৬৭ মিলিয়ন এবং শর্তসাপেক্ষ ৭৭ মিলিয়ন ইউরোর যে প্রস্তাব ছিল তাতে না বলার সাহস দেখায় নি অ্যালেগ্রি। নতুন চুক্তি অনুযায়ী পরবর্তী ৫ বছর ডাচ ডি-লিট খেলবেন জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে।
এদিকে পিএসজি, চেলসি ও বার্সালোনা নিশ্চিতভাবে একজন করে পরীক্ষিত সেন্টারব্যাক কিনবে। এরমাঝে জুলেস কুন্দেকে নিয়ে বার্সা ও চেলসির মাঝে লড়াই চলছে, যেমনটা উইনঙ্গার রাফিনিয়াকে নিয়ে হয়েছিল। ডেনিশ সেন্টার-ব্যাক আন্দ্রেয়াস ক্রিশ্চিয়ানসেনকে কিছুদিন আগেই ফ্রি এজেন্টে দলে টানে কাতালান ক্লাবটি। সেই ডিফেন্ডারের সর্বশেষ ঠিকানা ছিল চেলসি। এবার সেভিয়ায় খেলা ফ্রেঞ্চ কুন্দেকে নিয়ে রশি টানাটানি করছে ইউরোপের এই দুই জায়ান্ট ক্লাব। চেলসি এই সপ্তাহেই ৫৫ মিলিয়ন ইউরোর একটা প্রস্তাব পাঠায় সেভিয়ার কাছে যা বার্সার বিডের চেয়েও অনেক বেশি। কিন্তু এবারের দল বদলে লোভান্দোভস্কি, কেসি, রাফিনিয়া সহ উল্লেখযোগ্য কিছু খেলোয়াড় টেনে ইতিমধ্যেই ছক্কা হাঁকানো বার্সা বাঁকা পথে হেটে সরাসরি কুন্দেকে রাজি করিয়ে নিয়েছে। বর্তমান পাগলাটে দল বদলের বাজারে যেকোন কিছুই সম্ভব তবে নির্ভরযোগ্য সুত্রগুলো নিশ্চিত করেছে যে ফ্রেঞ্চ ডিফেন্ডার বার্সায় যাওয়ার সম্ভাবনার পাল্লাই ভারী।
চেলসি কুন্দেকে নিতে ব্যর্থ হতে পারে সেই সম্ভাবনা থেকেই তারা বিকল্প লক্ষ্য ঠিক করে রেখেছে। কুন্দে না আসলে পিএসজিতে খেলা আরেক ফ্রেঞ্চ সেন্টার ব্যাক প্রেসনেল কিমপেম্বের পিছু নিবে তারা। ২৬ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যান ইতিমধ্যেই দেশের জার্সীতে ২৮টি ম্যাচ খেলেছেন। এদিকে পিএসজির হয়ে নাম লেখাতে গতকাল বিকেলেই প্যারিসে পৌঁছেছেন লিপজিগের ফ্রেন্স ডিফেন্ডার নোদি মুকেলে। এই ডিফেন্ডারকে সব্যসাচী বলা যায় কারণ, সেন্টারব্যাক বা রাইটব্যাক দুই জায়গাতেই দারুণ খেলেন এই ২৪ বছর বয়সী খেলোয়াড়। ২০ মিলিয়ন এবং শর্তসাপেক্ষ আরও সাড়ে ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই ডিফেন্ডারকে পাচ্ছে প্যারিসের ক্লাবটি।
তবে পিএসজি শুধু মুকেদেতেই থেমে থাকছে না। তাদের স্পোর্টিং ডিরেক্টর লুই কেম্পোস চোখ রেখেছেন আরও দুই ডিফেন্ডারের উপর। যদি কিমপেম্বে দল ছাড়েন সে ক্ষেত্রে স্পোর্টিং সিপিতে খেলা পর্তুগীজ তরুণ ডিফেন্ডার গোনসালো ইনাসিওর মাধ্যমে সেই শ‚ন্যস্থান প‚রণ করতে চায় তারা। এই স্বদেশীকে কেম্পোস বেশ সুনজরে দেখেন বলে বিশেষজ্ঞরা দাবি করেন। একই সাথে ইন্টার মিলানের সেøাভাকিয়ান ডিফেন্ডার মিলান স্ক্রেনিয়ারের নামটিও আছে ফ্রান্সের চ্যাম্পিয়নদের তালিকায়। তবে ইনাসিওকে নিতে ব্যর্থ হলেই কেবল সেøাভাক সেন্টারব্যাকের দিকে হাত বাড়াবে পিএসজি।
লিসান্দ্রো মার্টিনেজকে ১০ দিন আগেই ৫৭ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্তার ইউনাইটেডের কাছে বিক্রি করেছে আয়াক্স। সেই স্থান প‚রণ করতে ঠিক একই ঘরনার আরেকজনকে দলে টেনেছে ডাচ ক্লাবটি। রেঞ্জারসে খেলা নাইজেরিয়ান ডিফেন্ডার কেলভিন ব্যাসির মাঝে উজ্জ্বল ভবিষ্যত দেখছে আয়াক্স। লিসান্দ্রোর মতন ব্যাসিও বাঁ পায়ের ডিফেন্ডার যে কিনা লেফট ব্যাক পজিশনেও একই রকমের দক্ষ। এই নাইজেরিয়ান ২২ বছর বয়সীকে কিনতে ২৩ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ডাচ চ্যাম্পিয়নদের। আর রেঞ্জারস গতকাল বিকেলে ব্যাসির স্থান প‚রণ করেছে লেফট ব্যাক রিদভান ইলমাযকে দিয়ে। বেসিকতাস থেকে এই তার্কিশকে দলে টানতে ৬ মিলিয়ন ইউরো খরচ করেছে স্কটিশ দলটি।
২০১৯ সালে সেইন্ট এটিনে থেকে ৩০ মিলিয়ন ইউরোতে ১৭ বছরের ইউলিইয়াম সালিবাকে দলে টেনে হইচই লাগিয়ে দিয়েছিল ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব আর্সেনাল। এরপর ধারে ফ্রান্সেই গোটা সময় কাটিয়েছেন এই তরুণ সেন্টারব্যাকের। সর্বশেষ মৌসুমে ধারে মার্শেইয়ের হয়ে দারুণ পারফর্ম করার পর ফিরে এসেছেন নর্থ লন্ডনে। ইতিমধ্যেই ফ্রান্সের জাতীয় দলের জার্সিতে ৫ ম্যাচ খেলা ফেলা এই ডিফেন্ডারকে এবার পাকাপাকি ভাবে নিতে মার্শেই সভাপতি পাবলো লঞ্জোরিয়া এখন লন্ডনে। কিন্তু গানার্স কোচ আর্তেতা সাফ জানিয়ে দিয়েছে সালিবা বিক্রয়ের জন্য নয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিফেন্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ