Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬৬ পদের বিপরীতে চাকরি প্রার্থীদের ঢল

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

চাকরি খোঁজার বিষয়টা এমনিতেই মানসিক চাপের, এটা কোনো উপভোগের বিষয় নয়। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি নানান চাপের মধ্য দিয়ে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অসংখ্য তরুণ-তরুণীকে একটা চাকরির জন্য বহু প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে হয়। এমনই একটি পরীক্ষার জন্য দেশের ভিন্ন প্রান্ত থেকে আসা চাকরি প্রার্থীদের জনসমুদ্র দেখা গেছে রাজধানীর পূর্বাচলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাঠে। জানা গেছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারফাইটার পদে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ থেকে সবমিলে মোট ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে প্রতিদিনই এসব পদে চাকরির জন্য জনসমুদ্র দেখা যায় রাজধানীর পূর্বাচলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাঠে। এ নিয়োগের জন্য শারীরিক যাচাই পরীক্ষার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে প্রায় লাখখানেক লোককে সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান বলেন, ছবিগুলো ঠিক আছে। এটা ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার পদে নিয়োগ পরীক্ষারই ছবি। এতে চাকরি প্রত্যাশীদের বিপুল সমাগম ঘটে।
নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ছবিটি ২২ অক্টোবরের। সেদিন ঢাকা ও সিলেট বিভাগের শারীরিক যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় লাখখানেক পরীক্ষার্থী অংশ নেন। সেদিনের পরীক্ষার্থীদের মধ্যে মোট ১৪৪ জনকে বাছাই করা হয়। এতো সংখ্যক লোককে সামলাতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। প্রতিটি বিভাগের আবেদনকারীর হিসাব পৃথকভাবে রাখা হয়, তাই সর্বমোট কতজন আবেদন করেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ২৩ অক্টোবর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষাতেও জনসমুদ্র দেখা যায়। গতকাল ২৪ অক্টোবর রাজশাহী ও রংপুর এবং আজ সোমবার খুলনা ও বরিশাল বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি মাসের ৬ তারিখে ফায়ারফাইটার (পুরুষ) পদে লোক নিয়োগের সার্কুলার দেয় ফায়ার সার্ভিস। আবেদনকারীর যোগ্যতা ধরা হয় দেশের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ। এছাড়াও ত্রুটিমুক্ত শারীরিক গঠনের সঙ্গে অবিবাহিত হতে হবে বলে যোগ্যতা চাওয়া হয়েছে। চাকরিপ্রত্যাশীরা অনলাইনে ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করেছেন। সরকারি গ্রেড ১৭ অনুযায়ী এই পদে নিয়োগ প্রাপ্তদের বেতন কাঠামো ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ