Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৮:৩৫ এএম

ক্যাম্পাসের অভ্যন্তরে গাজী কালুর টিলায় ছুরিকাঘাতের ঘটনায় মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। সোমবার ( ২৫ জুন) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার সাধারণ শিক্ষার্থীদের এক বিক্ষোভ মিছিল বের করতে দেখা যায়।

রাত সাড়ে ১০টায় গোলচত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল গেইট প্রদক্ষিণ করে পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জড়ো হয়। বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই, জবাব তোমার দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে, ক্যাম্পাসে ছাত্র মরে প্রশাসন কি করে, বিচার বিচার বিচার চাই বুলবুল হত্যার বিচার চাই’ স্লোগান দিতে দেখা যায়।

এদিকে উদ্ধার কাজে উপস্থিত শিক্ষার্থী আহনাফ ফাইয়াজ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হল সংলগ্ন গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে আহত হয়ে বুলবুলকে সেখানে পড়ে থাকতে দেখেন বাংলা বিভাগের এক ছাত্রী। তাকে দেখতে পেয়ে ফাহিম নামের এক শিক্ষার্থীর কাছে সাহায্য চান সে ছাত্রী। পরবর্তীতে ফাহিম টিলায় অবস্থানরত বাকি ছাত্রদের ডাকলে তারা বুলবুলকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ