Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা--টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৮:২২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। সোমবার বিকেলে মহাসড়কের উপজেলার চন্দ্রা সিপি বাংলাদেশ নামে কারখানার সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ভোগ দূর করতে মহাসড়কে চলাচলকারী অবৈধ অটোরিকশা অপসারণে সোমবার সকালে অভিযান চালায় পুলিশ। এসময় মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলাচলরত শতাধিক অবৈধ অটোরিকশা জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রতিবাদে ওইদিন বিকেলে অটোরিকশা চালক ও সংগঠনের নেতা-কর্মীরা দলবদ্ধ ভাবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলে পুলিশ গিয়ে তাদের নিয়ন্ত্রণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এবং তাদের সাথে কথা বলে অবরোধ উঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনার পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করতে আমরা অভিযানে নেমেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ