পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বছরের মে-জুলাই মাস বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের যুদ্ধের সময়। তাই কয়েক মাস আগে থেকেই শিক্ষার্থীরা নিতে থাকে স্বপ্ন পূরণের প্রস্তুতি। কিন্তু বর্তমানে স্বপ্ন পূরণ প্রস্তুতির অন্যতম বাধা অনিয়মিত লোডশেডিং। দেশে বিদ্যুৎ ঘাটতি মেটাতে এলাকা ভেদে লোডশেডিংয়ের সময় নির্ধারণ করে দেওয়া হলেও মানা হচ্ছে না সেই রুটিন। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রতিদিন ২ ঘণ্টা লোডশেডিং হবে বলা হলেও কোথাও কোথাও হচ্ছে ৫-৬ ঘণ্টা। এতে শুধু ভর্তিচ্ছুক শিক্ষার্থী নয়, আসন্ন এসএসসি, এইচএসসিসহ সম্মানের বিভিন্ন বর্ষের পরীক্ষার প্রস্তুতিও ব্যহত হচ্ছে। তীব্র গরমে মোমবাতি কিংবা চার্জার লাইট জ্বালিয়ে পড়তে বসলেও মশার যন্ত্রণায় অস্থির হতে হয়। পড়ার চাপ, স্বপ্ন পূরণের অনিশ্চয়তা, তীব্র অসহ্যকর গরম পড়ার টেবিলকে করে তুলছে অপছন্দের জায়গা। তাই, চলমান এই সংকট মোকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছি।
মেহেদী হাসান নাঈম
শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।