Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৪:৫৬ পিএম

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় সারা দেশের মত বাগেরহাটে শনিবার (২৩ জুলাই) থেকে সপ্তাহ ব্যপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের প্রথম দিনে জেলা মৎস্য অফিসের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হারুনর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার প্রমুখ। সংবাদ সম্মেলনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের নানা উদ্যোগে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়ে চাহিদা সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ এখন মাছে স্বয়ংন সম্পূর্ণ দেশ হিসেবে গড়ে উঠেছে। মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত আলোচনা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ