বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নৌকা ভ্রমনে গিয়ে ডিজে গান বাজিয়ে আনন্দ করার সময় নৌকা থেকে পড়ে মো.রাব্বি হোসেন (২৪) নামে এক কুয়েত প্রবাসী নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর
আজ শনিবার তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার বিকেল ৬ টার দিকে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের কাকরান এলাকায় বংশী নদীতে এই ঘটনাটি ঘটে।
ধামরাই ফায়ারসার্ভিসের ডুবুরী দল, স্থানীয় উদ্ধার কর্মীরা জাল ফেলে রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও রাব্বিকে খুঁজে পায়নি।
পরে ঢাকা থেকে ফায়ারসার্ভিসের বিশেষ টিম ও ধামরাই ফায়ারসার্ভিসের কর্মকর্তাদের সহয়তায়
আজ শনিবার বেলা ১২ টার দিকে কাকরান এলাকায় নদী থেকে রাব্বি হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলের দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় বংশী নদীতে নৌকা ভ্রমনে আসেন একদল ভ্রমণ পিপাসু। উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করতে থাকেন তারা।
এসময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন রাব্বি নামে ওই কুয়েত প্রবাসী। পরে ধামরাই ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরী দলের দুইটি ইউনিট অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পান নি। পরে ঢাকা থেকে ফায়ারসার্ভিসের একটি বিশেষ টিম এসে আজ শনিবার ১২ টার তার মৃতদেহ (লাশ) উদ্ধার করে।
নিখোঁজ রাব্বি হোসেনের বাড়ি ধামরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের কুমরাইল এলাকার মো.হুমায়ুন মিয়ার ছেলে। সে কুয়েত থেকে কিছু দিন আগে বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে।
ধামরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.সোহেল রানা বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় প্রথমে তাকে খুজেঁ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।