বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪ জন।
আজ শুক্রবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের শহরতলীর পাঁচগাছিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবদুল আলিম সবুজের ছেলে অটোরিকশাচালক আবুল হোসেন সাকিল (১৮) ও একই উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বাসিন্দা জেসমিন আক্তার (৫৫)। নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতরা হলেন, আফরান ও জান্নাতুল ফেরদৌস,রাজীব চন্দ্র দাস ও তরিকুল ইসলাম। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তরিকুল ছাড়া বাকি ৩ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ জানান,অটোরিকশার চালক ও এক নারী নিহত এবং আরও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।