Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয় করেছে বাংলাদেশ। গতকাল হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এ আসরের শিরোপা ঘরে তুললো। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। লাল-সবুজদের হয়ে ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়, ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম ও মিডফিল্ডার কামরুজ্জামান রানা একটি করে গোল করেন।
২০০৮ সালে সিংগাপুর ও ২০১২ সালে থাইল্যান্ডে এই টুর্নামেন্টের শিরোপা জেতার পর, কাল জিমি বাহিনী জিতলো হ্যাটট্রিক শিরোপা। এএইচএফ কাপ হকির পঞ্চম আসরেও চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা পেল। আট দলের এ আসরে বাংলাদেশ শুরু থেকেই হট ফেভারিট ছিল। টুর্নামেন্টের গ্রæপ পর্বে তারা তিন ম্যাচ জিতে ‘এ’ গ্রæপ সেরা হয়েই প্রাক-স্থান নির্ধারণী ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। গ্রæপ পর্বে লাল-সবুজরা স্বাগতিক হংকং ও চাইনিজ তাইপেকে সমান ৪-২ গোলে হারানোর পর শেষ ম্যাচে ম্যাকাওকে ১৩-০ গোলে বিধ্বস্ত করে। আর প্রাক-স্থান নির্ধারণী ম্যাচে জিমি বাহিনী সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেরার খেতাব জেতার ম্যাচে কাল যোগ্যতর দল হিসেবেই জয় তুলে নেয় বাংলাদেশ। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় না আসলেও লাল-সবুজরা তাদের স্বভাবসুলভ খেলাই খেলেছে। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। এ সময় ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয় (১-০)। ব্যস প্রথমার্ধে সাফল্য বলতে এই এক গোলই। তবে দ্বিতীয়ার্ধে আরও দু’বার আনন্দের উপলক্ষ খুঁজে পায় বাংলাদেশ শিবির। ম্যাচের ৬১ মিনিটে ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার (পিসি) থেকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন (২-০)। এর ছয় মিনিট পর মিডফিল্ডার কামরুজ্জামান রানা পিসি থেকে গোল করলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয় (৩-০)।
গতকাল হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও আধঘণ্টা পর খেলা শুরু হয়। আগের দিন বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া হংকং-শ্রীলঙ্কা দ্বিতীয় প্রাক-স্থান নির্ধারণী ম্যাচটি কাল সকালে অনুষ্ঠিত হয়। এ ম্যাচে শ্রীলঙ্কা ২-০ গোলে হংকংকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়। ফাইনালে লঙ্কানদের পেয়ে উজ্জীবিতই ছিলো লাল-সবুজরা। কারণ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার কাছে হারেনি বাংলাদেশ।
গতকাল হংকং ২-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে তৃতীয়, উজবেকিস্তান শুটআউটে থাইল্যান্ডকে হারিয়ে পঞ্চম ও তাইপে ১৫-১ গোলে ম্যাকাওকে হারিয়ে সপ্তমস্থান পায়। বাংলাদেশের তরুণ পিসি মাস্টার আশরাফুল ইসলাম ৯ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ