Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেসকে দুষলেন বাইডেন

আবহাওয়া পরিবর্তন নিয়ে পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০১ এএম

আবহাওয়া পরিবর্তন নিয়ে পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য কংগ্রেস ও সিনেটের দিকে আঙ্গুল তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে বাড়ছে তাপমাত্রা। ইউরোপের অবস্থা ইতিহাসের সবথেকে খারাপ অবস্থায়। এমন পরিস্থিতিতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে তিনি আবহাওয়া পরিবর্তন নিয়ে একাধিক পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছেন কিন্তু মার্কিন কংগ্রেস এবং সিনেটের কারণে সবক্ষেত্রে সফল হননি। এ নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে থেমে না গিয়ে, আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়ার কথা জানান বাইডেন। তিনি বলেন, যেহেতু কংগ্রেস তার যা করা উচিৎ তা করছে না, সেহেতু আমিই যা করার করবো। এটি একটি জরুরি অবস্থা। বাইডেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে তিনি নতুন আইন এবং নিয়ম চালু করার ঘোষণা দেন। ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, ২০২০ সালে ক্ষমতায় এসেই আবহাওয়া সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বাইডেন। বলেছিলেন, বিশ্ব উষ্ণায়নকে মোকাবিলা করার জন্য বিভিন্ন রাজ্যের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেয়া হবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। তবে বাইডেন জানিয়েছেন, এবার প্রেসিডেন্ট হিসেবে তিনি যে বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন তা ব্যবহার করেই আবহাওয়া পরিবর্তন ঠেকাতে কাজ শুরু করবেন তিনি। তার ইচ্ছা দুই দশমিক তিন বিলিয়ন ডলারের একটি ফান্ড ঘোষণা করা। এই ফান্ড দিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। বাইডেনের মতে, তাপপ্রবাহে, খরায়, দাবানলে, বন্যায় দেশের বিভিন্ন অঙ্গরাজ্য ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো অঘটন ঘটলে সরকার ব্যবস্থা নেয়। কিন্তু নতুন ফান্ড দিয়ে অঘটন ঘটার আগেই তা রোখার ব্যবস্থা করা হবে। সে জন্যই আগে থেকে পরিকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ। পরিকাঠামো তৈরির পাশাপাশি গরিব মানুষকে সাহায্যের কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। গরমে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা যাদের নেই, তাদের পাশে দাঁড়াতে চান তিনি। পরিকল্পনা করে তাদের সাহায্য করতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও যে সমস্ত সংস্থা পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় গড়ে উঠেছে, তাদের উৎসাহিত করার কথাও বলেছেন তিনি। এর আগেও এ পরিকল্পনার কথা বাইডেন জানিয়েছেন। কিন্তু কংগ্রেস এবং সিনেটে তার পরিকল্পনা পাশ হয়নি। এদিন তা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন বাইডেন। ডিডবিøউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ