Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুগলে কর্মী নিয়োগ দু’সপ্তাহ স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ৭:৩৫ পিএম

আগামী দু’সপ্তাহের জন্য সংস্থায় নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল গুগল। আমেরিকার ওই বহুজাতিক সংস্থার সিইও সুন্দর পিচাই অবশ্য আগেই জানিয়েছিলেন, বছরভর ধীর গতিতে কর্মী নিয়োগ চলবে। তবে সম্প্রতি একটি ‘ইন্টারনাল মেমো’ পাঠিয়ে সংস্থার কর্মীদের পিচাই জানিয়েছেন যে দু’সপ্তাহ পুরোপুরি বন্ধ থাকবে নিয়োগ।

মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ইতিমধ্যেই ১,৮০,০০০ কর্মীকে ছাঁটাই করেছে আমেরিকার আরও এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্‌ট। যদিও নিজেদের কর্মীদের কাছে গুগলের দাবি, ‘গুরুত্বপূর্ণ’ পদে ইঞ্জিনিয়ার-সহ কর্মীদের নিয়োগ করা হতে পারে।

প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে অন্তত ১০,০০০ কর্মী নিয়োগ করেছে গুগল। তবে ২৬ জুলাইয়ে আসন্ন প্রকাশিত ত্রৈমাসিকের খতিয়ানে সংস্থার মুনাফা পড়তির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুগলের সাম্প্রতিক সিদ্ধান্তের পিছনে এটি একটি কারণ বলে মনে করছেন অনেকে।

দু’সপ্তাহের জন্য কর্মী নিয়োগ বন্ধ রাখা হলেও এই সময়কালে সংস্থার কর্মীসংখ্যার চাহিদা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন গুগলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুগল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ