বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রামের লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে এক আজিমুশশান ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স উপলক্ষ্যে গত শনিবার বাদ মাগরিব হাজারী লেইনস্থ খানকা শরিফে কনফারেন্স বাস্তবায়ন পরিষদের আহŸায়ক আলহাজ মুহাম্মদ শহিদুল করিম চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব আলহাজ অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বিশেষ অতিথি ছিলেন তদারক পরিষদের আহŸায়ক প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বাস্তবায়ন পরিষদের অধীনে গঠিত উপ-পরিষদ সমূহের আহŸায়ক ও যুগ্ম-আহŸায়কগণ তাদের স্ব-স্ব উপ-পরিষদের প্রস্তুতির প্রতিবেদন উপস্থাপন করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক অলি আহাদ, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আব্দুল মোমেন, আলহাজ মুহাম্মদ মিজানুর রহমান, আলহাজ মুহাম্মদ ইউনুছ, আলহাজ মুহাম্মদ শহীদুল্লাহ, আলহাজ মোহাম্মদ হাসান, মুহাম্মদ সেলিম, মাস্টার মুহাম্মদ সোলায়মান প্রমুখ। সভায় বক্তাগণ আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। প্রধান অতিথি সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া সম্প্রতি মিয়ানমারের মুসলমানদের উপর বর্বর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মিয়ানমার সরকারের প্রতি এ হামলা বন্ধের আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।