Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থেকে ঢাকায় ফিরলো বিমান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১০:৫৯ এএম

যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এসময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এমনকি সেসময় বিদ্যুতের কারণে বিমানের এসিও বন্ধ ছিলো।
সোমবার (১৮ জুলাই) রাত ৯টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। সোমবার রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।
জানা যায়, ফ্লাইটটি কলকাতা থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। সব যাত্রী ওঠার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট ঘোষণা করেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে।’
ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে আসার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে। উড়োজাহাজের দরজা খোলা না যাওয়ায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা।
পরে স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা করে রাত ১টা ৩৪ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ