Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তির জন্য প্রস্তুত শুভ-ফারিয়ার প্রেমী ও প্রেমী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে। জাকির হোসেন রাজু জানান, চলচ্চিত্রটির শূটিং, সম্পাদনা, ডাবিং, ব্যাকগ্রাউ- মিউজিক’সহ অন্যান্য সব কাজ শেষ। নূসরাত ফারিয়ার যে অংশটুকুর কাজ বাকী ছিলো তাও চট্টগ্রামে শেষ হয়েছে। এই অংশটুকু শুধু নির্ধারিত স্থানে যোগ করে দেয়া হবে। সিনেমাটি এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। চলচ্চিত্রের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। কাহিনী বিন্যাস করেছেন জাকির হোসেন রাজু। এতে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘আমি শুধু এতোটুকুই বলবো যে আমি মন দিয়ে অভিনয় করেছি। যাকে সহজে বলা যায় মন উজার করে অভিনয় করা। রাজু স্যার খুব সহযোগিতা করেছেন। যে কারণে মনের ভেতর চলচ্চিত্রটি নিয়ে আশা জেগেছে আমার মনে। বাকিটা দর্শকের উপর নির্ভর করছে।’ নূসরাত ফারিয়া বলেন, ‘এরইমধ্যে প্রেমী ও প্রেমী গানটি দর্শকের কাছে বেশ ভালোগার জন্ম দিয়েছে। আমার গেটআপ এবং নাচের-এক্সপ্রেশনের খুব প্রশংসা পেয়েছি। তাই প্রেমী ও প্রেমী নিয়ে আমি আশাবাদী। রাজু স্যারের সিনেমাটি নিয়ে নতুন এক স্বপ্ন বুনছি। দর্শক সেই স্বপ্নের পথে এগিয়ে আসবেন, হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’ জাকির হোসেন রাজু জানান, ডিসেম্বর মাসেই কোন এক শুক্রবারে ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রটি মুক্তি পাবে।’ এদিকে আরিফিন শুভ বর্তমানে ব্যস্ত রয়েছেন দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের কাজ নিয়ে। এতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ