Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৫

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ৪:৩৫ পিএম

ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

আজ ১৮ জুলাই'২২ আনুমানিক সকাল সাড়ে ৬টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগরে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশিষ কুমার স্যান্নাল জানান, কুষ্টিয়া থেকে দাশুড়িয়া অভিমুখি একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে
সিএনজি ও প্রাইভেটকারের চালক ও যাত্রীসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে সিএনজির চালক মেহেদি হাসান মিঠু(৪০)এর অবস্থার অবণতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়। আশংকাজনক অবস্হায় নেওয়ার পথে সকাল ৮টায় নাটোরের বনপাড়ায় সে মারা যায়।
মিঠু ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
নিহত মেহেদি হাসান মিঠুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ