Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিত্রনায়ক জসিম উৎসব-২০১৬

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের প্রবর্তক এবং প্রায় ৩০০ সিনেমার নায়ক জসিম-এর নামে প্রতিষ্ঠিত-‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমী’র ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আগামি ১৩ ডিসেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রয়াত চিত্রনায়ক জসিম উৎসব-২০১৬ উদযাপন হতে যাচ্ছে। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গ, সাংবাদিক, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিশিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মডেলসহ অন্যান্য কণ্ঠশিল্পীরা এই উৎসবে বাংলাদেশ চলচ্চিত্রে ও দেশের জন্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন। এছাড়া উৎসবে সম্মাননা প্রদান ও নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মডেলদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসব বিষয়ে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল বলেন, এ বছর থেকে প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে বিএফডিসিতে ব্যাপক আকারে চিত্রনায়ক জসিম উৎসব উদযাপন করা হবে। উক্ত উৎসবের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ব্যান্ড দল লাল সবুজের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ