Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

লোকালয়ে ঢুকে পড়া হরিণ ও অজগর বনে ফিরিয়ে দিল গ্রামবাসী

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৬:২৭ পিএম

সুন্দরবন থেকে পথ ভুলে শরণখোলার লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করে বনে ফিরিয়ে দিয়েছে গ্রামবাসী। রবিবার বিকেলে উপজেলার সোনাতলা গ্রাম থেকে উদ্ধার করা হয় হরিণটি। এছাড়া একই গ্রাম থেকে ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সগির ঘরামির বাড়ির পাশে হরিণটি দেখতে পায় গ্রামবাসী। এরপর ভিলেজ রেস্পন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বন রক্ষীদের খবর দেয়। বনরক্ষীরা বিকেলেই হরিণটি সুন্দরবনের শরনখোলা রেঞ্জ এলাকায় ছেড়ে দেয়। উদ্ধার হওয়া মালি হরিণটি গর্ভবতী ছিল বলে জানান তিনি।
অপরদিকে ৯ফুট লম্বা ১২ কেজি ওজনের একটি অজগর সকালে সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদরের বাড়িতে ঢুকে একটি হাস খেয়ে ফেলে। পরে সেটি উদ্ধার করে সুন্দরবনের ভোলা এলাকার অবমুক্ত করে বন বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ