Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনার কবলে চিত্রনায়ক সিয়ামের গাড়ি, উদ্ধার করল গ্রামবাসী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১০:২৯ এএম | আপডেট : ৬:২৮ পিএম, ২৬ জুন, ২০২১

চিত্রনায়ক সিয়াম আহমেদের গাড়ি মাটির রাস্তায় চলতে গিয়ে নেমে গেল পাশের খাদে। পরে গ্রামবাসী এসে উদ্ধার করল গাড়িটি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার মুড়াপাড়া গ্রামে। সিয়াম নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ঘটনার বর্ণনা করে সিয়াম আহমেদ লিখেন, ‘রাস্তায় কত ধরনের বিপদ হতে পারে! ধরুন, আপনার গাড়ি ভেজা রাস্তায় চলতে চলতে হঠাৎ স্লিপ করলো, যেখানে পড়লো সেখান থেকে উঠানো সম্ভব না। আপনার অনেক চেষ্টার পর অবস্থা আরো খারাপ হলো। আপনি যখন হাল ছেড়ে দেবেন তখনই এগিয়ে আসলেন এলাকার মানুষ। নিজের বাসা থেকে নিয়ে আসলেন শুকনো কাঠ, ইট আরো কত কী! গাড়ি তুলে দিলেন।’

মানুষের ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করে সিয়াম লিখেন, ‘ধন্যবাদ দেয়ার সময় তারা দাবি করলেন—দুপুরে তাদের বাড়িতে খেতে হবে আর ছবি তুলতে হবে! একজনের বউকে ভিডিও কলে হ্যালো বলতে হবে। আপনাদের ভালোবাসা আর আতিথেয়তায় আমি মুগ্ধ।’

সিয়াম আহমেদ ‘ভালোবাসা ১০১’ নাটকে আফনানের ভূমিকায় অভিনয় করার মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল ‘পোড়ামন’। তিনি একাধিক নাটকেও অভিনয় করেছেন। এই মুহূর্তে দেশীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বলা যায় তাকে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মন্দার এই সময়ে টানা ১৫ সপ্তাহেরও বেশি হলে চলেছে, যেটা সবার কাছে বেশ আশাজাগানিয়া।

বর্তমানে তার হাতে রয়েছে প্রায় ৯টির মত সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাগুলো। এছাড়াও হাতে রয়েছে ‘বঙ্গবন্ধু’, ‘দামাল’, ‘স্বপ্নবাজি’, ‘ইত্তেফাক’, ‘মৃধা বনাম মৃধা’ ও ‘বায়োপিক’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামবাসী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ