Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোট বাতিলের আগে ২৩ স্থানে জমি কিনেছে বিজেপি : নীতিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:০৫ পিএম, ২৭ নভেম্বর, ২০১৬

বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের (জেডিইউ) নেতা নীতিশ কুমার অভিযোগ করে বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্তের কিছুদিন আগে দলীয় কার্যালয়ের জন্য ২৩টি স্থানে জমি কিনে রেখেছিল ভারতের ক্ষমতাসীন দল জনতা পার্টি (বিজেপি)। তথ্য প্রমাণসহ এ অভিযোগ করে গত শনিবার এক সংবাদ সম্মেলনে নীতিশ কুমার বলেন, সরকারের নোট বাতিলের বিষয়টি আগে থেকে জেনে এর পুরো সদ্ব্যবহার করেছে দলটি। আর এ কারণেই নোট বাতিলের আগেই দলীয় সিদ্ধান্তে বিহার রাজ্যে অনেক জমি কিনে রেখেছিল বিজেপি। নোট বাতিলের এক মাস আগে ওই রাজ্যের ২৩টি স্থানে দলীয় কার্যালয়ের জন্য বিজেপি এই জমি কিনেছিল এমন তথ্যপ্রমাণ হাজির করেছেন তিনি। এর মাধ্যমে বিজেপি নিজেদের কালো টাকা সাদা করেছিল বলে অভিযোগ করেন তিনি। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, জমি কেনা হয়েছে চেকের মাধ্যমে। এখানে কোনো কালো টাকা ব্যবহার করা হয়নি। কালো ও জাল রুপি বন্ধ করতেই চলতি মাসের ৮ নভেম্বর হঠাৎ করেই ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই নোট বাতিলের পর নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের আগে বিজেপির দলীয় কার্যালয়ের জন্য ২৩টি স্থানে জমি কেনা হয়। সম্মিলিত জনতা দলের মুখপাত্র নিরাজ কুমার বলেন, নোট বাতিল হওয়ার বিষয়টি আগে থেকেই জানত ক্ষমতাসীন বিজেপি। এ কারণেই অর্থের সদ্ব্যবহার করতেই তারা আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনেক জমি কিনেছে। জনতা দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপির জমি কেনার সময় নির্ধারণের দিকে নজর দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে ২৩টি স্থানে কার্যালয়ের জন্য জমি কিনেছে বিজেপি। অথচ নোট বাতিলের ঘোষণা আসে ৮ নভেম্বর। তবে বিজেপির বিহারের প্রধান মঙ্গল পা-ে বলেন, বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোট

১৫ সেপ্টেম্বর, ২০২২
৯ জুলাই, ২০২২
৫ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ