Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ ও ৫০ পাউন্ডের নোট যুক্তরাজ্যে ফেরত পাঠাতে বলল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ব্যাংক অব ইংল্যান্ড আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০ ও ৫০ পাউন্ড মূল্যমানের কাগুজে নোট তুলে নিয়ে তার পরিবর্তে পলিমারের তৈরি নতুন নোট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তাই বৈদেশিক মুদ্রায় লেনদেন করে এমন ব্যাংকগুলোকে তাদের কাছে থাকা এ দুটি কাগজের নোট যুক্তরাজ্যে ফেরত পাঠাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে গত সোমবার কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে বলেছে, বৈদেশিক মুদ্রায় লেনদেন করা ব্যাংকের নিজস্ব শাখায় সংরক্ষিত ও মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট যুক্তরাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেখানে ফেরত পাঠানো যাবে। গত জুন মাসে প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, এখনো ৬ ও ৮ বিলিয়ন পাউন্ড সমমানের ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট যুক্তরাজ্যের বাজারে আছে। দেশটির সরকার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ১৪ বিলিয়ন তথা ১ হাজার ৪০০ কোটি পাউন্ড বাজার থেকে তুলে নিতে যাচ্ছে। প্রসঙ্গত, ১ বিলিয়ন সমান ১০০ কোটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০ ও ৫০ পাউন্ডের নোট যুক্তরাজ্যে ফেরত পাঠাতে বলল বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ