Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলের কালিহাতীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১:৪৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিন)। ১৭ জুলাই রোববার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিফিং থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের (দক্ষিন) অফিসার ইনচার্জ মো: দেওয়ার হোসেনের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো: নুরুজ্জামানের নেতৃত্বে কালিতাহী উপজেলার সল্লা এলাকায় একটি টেইলার্সের দোকানের ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো: শাহীন আলম (৪০)। এসময় তার কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। পরে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ