বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়া জেলা ইজতেমা। লাখো মুসল্লির অংশগ্রহণে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা ইজতেমা ময়দান। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জনস্রোত ছিল ইজতেমা মাঠমুখি। নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ মোনাজাতে অংশ নিয়েছিল। ইজতেমা মাঠ ছাড়িয়ে মহাসড়ক এবং আশে পাশের ফাঁকা স্থান, বাড়ি ছাদ, বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান চত্বরেও মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। শনিবার বেলা ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মত জেলা পর্যায়ে ইজতেমা।
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বগুড়ায় শুরু হয়েছিল জেলা ইজতেমা। শহরের চারমাথার অদুরে ঝোপগাড়িতে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ৯ একর জমির উপর তিনদিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়।
শনিবার ফজর নামাজের পর বয়ান করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মালেক, সকাল ১০টায় বয়ান করেন ইঞ্জি. আনিসুর রহমান। সাড়ে ১১টায় বয়ান করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা ফারুক, তিনিই বেলা ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনাসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।