Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামিয়াবীর জন্য দা’ওয়াতে ইসলামী ঈল্মে দ্বীন প্রশিক্ষণ দিচ্ছে চট্টগ্রামে আজ আখেরি মুনাজাত

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর নূরনগর হাউজিং সোসাইটির মাঠে লাখো আশিকে রাসূলের (সা.) অংশগ্রহণে ইজতিমার দ্বিতীয় দিন অতিবাহিত হয় গতকাল (বৃহস্পতিবার)। সুবহে সাদিকের পূর্বে তাহাজ্জুদ নামাযের মাধ্যমে শুরু হওয়া দিনের প্রারম্ভে তিলাওয়াত, হামদ, নাতের মধুর ধ্বনিতে বিমোহিত হয়ে উঠে আগত মুসল্লিগণ। আজ বাদ জুমা আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের এই আয়োজন।
৬৪ একর জমির উপর বিস্তীর্ণ ইজতিমার ময়দানে সর্বত্র ছিল ইবাদত বন্দেগীদের ব্যাপক পদচারণা। ইজতিমা চলাকালে তিলাওয়াত, দরুদ, মিলাদ ও কিয়ামের পাশাপাশি মাসআলা-মাসায়িল শিক্ষার কার্যক্রম চলতে থাকে। এসব দ্বীনী কার্যক্রমের ফাঁকে ফাঁকে মুবাল্লিগগণ বয়ান পেশ করেন। বিভিন্ন বিষয়ভিত্তিক বয়ানে মুবাল্লিগগণ বলেন, ইসলামের প্রথম বাণী ‘ইক্বরা’ পড় অর্থাৎ শিক্ষা গ্রহণ কর। হুজুর সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রত্যেক মুসলমানের উপর ঈলমে দ্বীন অর্জন করা ফরজ। কোরআন সুন্নাহ্র সঠিক ঈল্ম ব্যতীত ইবাদাতে কামিয়াব হওয়া কঠিন। কেননা ইবাদাতের সঠিক পদ্ধতি জানা না থাকলে তা অদায় করা যায় না। তাই সকল মুসলমানের উপর আবশ্যক ঈলমে দ্বীন তথা নামায, রোযা, হজ্জ যাকাতসহ দৈনন্দিন ফরয বিষয় সম্পর্কে ঈলম জানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কামিয়াবীর জন্য দা’ওয়াতে ইসলামী ঈল্মে দ্বীন প্রশিক্ষণ দিচ্ছে চট্টগ্রামে আজ আখেরি মুনাজাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ