নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : কি দুর্দান্ত ফর্মেই না আছেন পেস বোলার শহীদ? এই আসরে ২৫-৩০ উইকেটের লক্ষ্য করেছেন স্থির এবং সে পথেই এগুচ্ছিলেন নারায়ণগঞ্জের এই ছেলেটি। ৮ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের এই পেসার ১৫ উইকেট শিকারে বোলারদের মধ্যে সবার উপরে তার নাম। গতকালও শুরু করেছিলেন দারুণ। ১ ওভারের ২ স্পেলে (১-০-১-০ ও ১-১-৫-১) চেনা শহীদকেই দেখেছে দর্শক। সøগে ২ ওভারও বরাদ্দ ছিল তার জন্য। তবে ফিল্ডিংয়ের সময় ঠিক বাউন্ডারি রোপের কাছাকাছি অবস্থানে ল্যান্ডিংয়ের সময় গোড়ালীতে পেয়েছেন প্রচÐ টোচ। ওই চোটের কারণে মাঠে আর ফিরতে পারেননি শহীদ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে ছিলেন বলেই শহীদকে নিয়ে করতে হচ্ছে শঙ্কা। জাতীয় লীগে ইনজুরিতে পড়ায় মিস করতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, এবার না মিস হয়ে যায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর? চোটের কারণে গোড়ালী গেছে ফুলে। গতকাল এমআরআই করানো হয়নি বলে ইনজুরির ধরনটা জানাতে পারছেন না বিসিবি’র প্রধান চিকিৎসক। তবে আজ বরিশাল বুলসের সঙ্গে খেলা হচ্ছে না শহীদের, গতকালই সে আভাস দিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিবÑ ‘এখনও ওর সঙ্গে কথা হয়নি। দেখে মনে হচ্ছে কাল (আজ) ওর পক্ষে খেলাসম্ভব নয়। যেহেতু আমাদের কালকেই (আজ) ম্যাচ আছে; আমার মনে হয় খেলতে পারবে না। সকালে ঘুম থেকে উঠার পর বোঝা যাবে। এক্সরে এমআরআই করে বিষয়টি ফিজিও ভালো বলতে পারবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।