Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ঝড়ে উড়ে গেল সিঙ্গাপুর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ ঝড়ে উড়ে গেল সিঙ্গাপুর। টুর্নামেন্টের প্রাক-স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজরা বড় জয় তুলে নিয়ে শিরোপা লড়াইয়ের শেষ ম্যাচে ওঠেছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে টুর্নামেন্টের হ্যাটট্রিক শিরোপা নিয়ে দেশে ফিরবে জিমিবাহিনী। গতকাল হংকং কিংস পার্ক হকি স্টেডিয়ামে প্রাক-স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে বিধ্বস্ত করে সিঙ্গাপুরকে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ীরা ২-০ গোলে এগিয়ে ছিল।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো বাংলাদেশ। বলা যায় বড় জয়ের লক্ষ্যেই টার্ফে নামে তারা। আর সফলও হয়। লাল-সবুজদের মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে ওঠে সিঙ্গাপুর। এক সময় তাদের রক্ষণদূর্গ ভেঙে পড়ে। ফলে গোলের পর গোল হজম করতে হয় সিঙ্গাপুরকে। যদিও গোলের দেখা পেতে কিছুটা সময় লাগে বাংলাদেশের। ম্যাচের ২৬ মিনিটে ফিল্ড থেকে গোল করে লাল-সবুজদের এগিয়ে নেন ফরোয়ার্ড মিলন হোসেন (১-০)। এরপর নিয়মিত গোলের দেখা পেতে থাকে জিমি বাহিনী। ম্যাচের ২৯ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান মিডফিল্ডার রোমান সরকার (২-০)। আট মিনিট পর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি তৃতীয় গোল আদায় করে নেন (৩-০)। ৪৮ মিনিটে পেনাল্টি কর্ণার (পিসি) থেকে গোল করে দলকে ৪-০ তে এগিয়ে নেন ড্রাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। ৫০ মিনিটে পুরষ্কার ক্ষিসা মিমো দলের পক্ষে পঞ্চম গোল করলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয়। এর পাঁচ মিনিট পর কৃষ্ণ কুমার লাল-সবুজদের পক্ষে ষষ্ঠ গোল করে দলের বড় জয়ের ইঙ্গিত দেন (৬-০)। গোলের পর গোল হজম করে যেন দিশেহারা হয়ে পড়েন সিঙ্গাপুরের ডিফেন্ডাররা। তবে শত চেষ্টা করেও গোল শোধ দিতে পারছিলেন না তাদের ফরোয়ার্ডরা। উল্টো আরও পিছিয়ে পড়ে তারা। ম্যাচের ৬৬ তরুণ পিসি স্পেশালিস্ট আশরাফুল ইসলাম গোল করলে ৭-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৯ মিনিটে আশরাফুল পিসি থেকে আরও একটি গোল করলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয় (৮-০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ