বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে খালা মৌসুমি বেগম ও তার ভাগ্নি রিয়া মনির মৃত্যু হয়েছে। এতে আহত হয় আরো তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমি বেগম নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজারি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে এবং রিয়া মনি জামালপুর জেলার টেংকিমারি গ্রামের রেজাউলের মেয়ে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই নবিন জানান, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস এলেঙ্গা থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খালা মোসুমী ও তার ভাগ্নি রিয়া মনির মৃত্যু হয়। আহত হয় তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।