Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ ঘন্টা বিলম্বে পঞ্চগড় এক্সপ্রেস, রাত ৮টার দ্রুতযান ছেড়েছে সকালে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১০:২৭ এএম | আপডেট : ১০:৩৮ এএম, ৯ জুলাই, ২০২২

পরিবহন সংকট, যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল মানুষ দক্ষিণবঙ্গের যাত্রায় কিছুটা স্বস্তি পেলেও উত্তরের মানুষের কপালে যেন কষ্টের শেষ নেই। গত কয়কদিন ধরে উত্তরবঙ্গের সড়কে যানজটের পাশাপাশি ট্রেনেও ভোগান্তিতে রয়েছেন তারা।

উত্তরবঙ্গের এক যাত্রীর অভিযোগ, চট্টগ্রাম-সিলেটের ট্রেন দ্রুত চলে গেলো। আমাদের কপালে রয়েছে অশান্তি। কারণ ‘পঞ্চগড় এক্সপ্রেস’ প্রতি রাতে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে গেলেও শুক্রবার ওই ট্রেন ঢাকায় ঢুকে ১১ ঘন্টা পর। একই অবস্থা দ্রুতযান এক্সপ্রেসেরও। এই ট্রেন রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ সকাল ৬টায় ছেড়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমলাপুর রেলস্টেশনে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, পঞ্চগড় এক্সপ্রেস তো গতকাল রাতে আসেনি, আবার একই এলাকার অপর রাতের ট্রেন দ্রুতযান এক্সপ্রেস ভোরে এলেও মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। কারণ অনেকে ছোট ছেলেমেয়ে নিয়ে এসে সারারাত বসে থেকেছেন রেলস্টেশনে। সকাল ৬টায় ছেড়ে গেছে দ্রুতযান।

এদিকে ময়মনসিংহগামী ‘বলাকা’ পৌনে ৫টায় এবং ‘জামালপুর কমিউটার’ পৌনে ৬টায় ছেড়ে গেছে। এছাড়াও চট্টগ্রামগামী ‘সোনার বাংলা’ ৭টায়, ময়মনসিংহ হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ সাড়ে ৭টায় এবং কিশোরগঞ্জের ‘এগারসিন্দুর এক্সপ্রেস’ পৌনে ৮টার ট্রেন ৫ মিনিট পর ৭টা ৫০ মিনিটে ছেড়ে গেছে।

তবে ভোগান্তিতে রয়েছেন পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীরা। শত শত যাত্রী না ঘুমিয়ে বসে রাত কাটিয়েছেন কমলাপুর স্টেশনে। আর ভোরে দ্রুতযান এক্সপ্রেস স্টেশনে এলেও মানুষের চাপের কারণে উঠতে পারেননি অনেক যাত্রী।

কোরবানির ঈদের আগের দিন সকালে সময় যত গড়াচ্ছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো ঈদযাত্রীদের চাপ তত বাড়ছে। ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। নির্ধারিত সময়ের দেড়-দুই ঘণ্টা বা তার বেশি দেরিতে ছেড়েছে ট্রেন। সকাল থেকেই প্ল্যাটফর্মে যাত্রীদের উপচেপড়া ভিড়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ