Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গুলিবিদ্ধ রোহিঙ্গা আশ্রয় নিলো শরণার্থী ক্যাম্পে নিযার্তিত শিশুর মৃত্যু

টেকনাফ উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মিয়ানমারের আরাকান (রাখাইন) প্রদেশে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা এক রোহিঙ্গা এখন লেদা অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তিনি মিয়ানমারের বড় গজিবিল এলাকার বশির আহমদের ছেলে রশিদ উল্লাহ। কিন্তু তিনি গ্রেফতারের ভয়ে কোনো চিকিৎসা নেননি। গুলিবিদ্ধ রশিদ উল্লাহ জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক হেলিকক্টার ওপর থেকে বিচ্ছিন্নভাবে গুলি চালায় গ্রামগুলোতে। সে গুলিতে তার গায়ে প্রায় পাঁচটি গুলি লাগে। তারপর থেকে গুরুতর আহত হয়েও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার দু-দিন পর তার স্ত্রীর সহযোগিতায় কোনোমতে জীবন বাজি রেখে বরইতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে তিনি লেদা অনিবন্ধিত ক্যাম্পের তার বোনের বাসা বাংলাদেশে আশ্রয় নেন তিনি। অপরদিকে পালিয়ে আসা নির্যাতিত এক রোহিঙ্গা শিশু লেদা শরণার্থী ক্যাম্পে মৃত্যুবরণ করেছে। তাকে লেদাটালস্থ কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত শিশুটির বয়স ৬ মাস । নিহত শিশুর মা নুর বেগম জানান, মিয়ানমার থেকে রাতের আঁধারে আসায় ঠা-ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়। তাকে কোনো চিকিৎসাসেবা দেয়া হয়নি। শনিবার সকালে শ্বাসকষ্ট বেড়ে  গেলে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ