Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্থ, মাঝপথে আটকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১১:৩৮ এএম

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আটকা পড়েছে। ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এই ঘটনা ঘটে।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। ট্রেনটি সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে আসে। ট্রেনটি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনে এর মেরামত কাজ শুরু হয়।
ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনটি বগির মেরামত কাজ শেষ হয়েছে। আরও দুইটি বগির মেরামত কাজ শেষে ট্রেনটি পঞ্চগড়ের উদ্যেশে ছেড়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ